ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুটাখালীতে পল্লীবিদ্যুৎ বিল স্লিপ বিতরণে অনিয়ম

ডুলাহাজার প্রতিনিধি, চকরিয়া :
চকরিয়া উপজেলার খুটাখালীতে পল্লীবিদ্যুৎ বিল স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বেচ্ছাচারীতায় চলছে এসব নিয়ম বহির্ভূত কার্যক্রম। এতে বিষিয়ে উঠেছে ইউনিয়নের ভুক্তভোগী পল্লীবিদ্যুৎ গ্রাহকরা। খুটাখালী ৫নং ওয়ার্ডের লোকজন জানায়, ঘরেঘরে গিয়ে বিদ্যুৎ বিলস্লিপ পৌঁছে দেওয়ার নিয়ম থাকলেও মানছে তারা। গত কয়েক মাস ধরে সকল বিদ্যুৎ বিলের কাগজগুলো রেখে যায় স্থানীয় উত্তর পাড়ার মুফিজ সওদাগরের চায়ের দোকানে। চায়ের দোকান থেকে বিলস্লিপ গ্রাহকের হাতে পৌঁছতে অনেকসময় বিল পরিশোধের তারিখ উত্তীর্ণ হয়ে যায়। আবার চিরতরে হারিয়ে ফেলেন অনেকের বিদ্যুৎ বিলের কাগজ। বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মকর্তার নাম মোঃ সাইফুল ইসলাম বলে জানা গেছে। এদিকে ৫নং ওয়ার্ড উত্তর পাড়া সিকদার পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন, মোক্তার আহমদ, মনজুর আলম, শওকত ওসমান জানায় বাড়িবাড়ি গিয়ে বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হতো আগে। গেল কয়েকমাস ধরে তার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। জুন ও জুলাই মাসের বিলের কাগজগুলো মফিজের চায়ের দোকানে দিয়ে চলে যান বিতরণকারী কর্মকর্তা। অভিযোগ রয়েছে দোকানে বিলস্লিপ দেওয়াতে খোঁজে পাওয়া যায়নি গ্রাহকের বিদ্যুৎ বিলের কাগজ। ভোগান্তি পোহাতে হচ্ছে পল্লীবিদ্যুৎ গ্রাহকদের। এব্যাপারে চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম হামিদুর রহমান বলেন, বিদ্যুৎ বিলের স্লিপ মিটারধারীদের ঘরে গিয়ে প্রদান করার নিয়ম রয়েছে। ভুক্তভোগীদের সমস্যার ব্যাপারে লিখিত অভিযোগ দিলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: