ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ জান্নাত আরা গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আবু আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::

কুতুবদিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মাস্টার তালেব উল্লাহ জান্নাত আরা শীতকালীন গোল্ডকাপ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাস্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে খেলা কমিটির সদস্য সচিব, উপজেলা জাতীয় পার্টি ও কুতুবদিয়া প্রেসকাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে- উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে- কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ উপস্থিত ছিলেন।

১৬ মার্চ ২০১৯ ইংরেজিতে চুড়ান্ত ফাইনাল খেলায় উপজেলার রেনেঁসা কাব মগডেইল বনাম নবারন সংঘ কুতুবদিয়া অংশ গ্রহন করেন। রেফারী ইসমাইল কুতুবী বাবু ও সহকারী রেফারী শাহেদের সুদ পরিচালনায় ২৩/২৫ পয়েন্টে রেনেঁসা কাব মগডেইল কে হারিয়ে নবারণ সংঘ কুতুবদিয়া কাব জয়লাভ করে।

খেলাশেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন।

এসময় উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম,  কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সুজন সিকদার, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তারেক আজিজ, রনি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ মনিরুল ইসলামসহ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

পাঠকের মতামত: