ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি. কুতুবদিয়া ::
কক্সবাজার জেলার দ্বীপ কুতুবদিয়ায় পুকুরে পানিতে ডুবে দেড় ঘন্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথকভাবে ওই দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু হল ২ বছর বয়সি মো. ওয়াসিম এবং ৬ বছর বয়সি নাজমা। শিশুদের পরিবারের লোকজন জানায়, বিকেল ৫ টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের দক্ষিণ মসজিদ পাড়ায় একা খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায় ওই এলাকার মো. নুরুল আমিনের ২ বছর বয়সি পুত্র মো. ওয়াসিম। পরে, স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণ পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়। নিহত শিশু নাজমা ওই এলাকার মো. আব্দুর রহিমের কন্যা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হোছাইন। প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: