ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু    

কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়ায় পুকুরে ডুবে  ৪ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লেমশীখালী গাইনাকাটা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, একই গ্রামের আতাউর রহমানের শিশুপুত্র কালা চক্ষু (৪)  পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে পুকুরে তলীয়ে যায়।  বেশ কিছুক্ষণ পরে শিশুটিকে খুজতে শুরু করা হলে পুকুরের পানিতে ভাসতে দেখে আত্বীয়-স্বজনরা। এ সময় শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পাঠকের মতামত: