ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা পজিটিভ হয়ে দিদার বলী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলিখেলার’ অপরাজিত চ্যাম্পিয়ন দিদারুল আলম প্রকাশ দিদার বলী করোনা পজেটিভ।

ডিসি সাহেবের বলীর খেলার ১৭ বারের চ্যাম্পিয়ান দিদার বলী বর্তমানে কক্সবাজার সদর হাসাপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, সপ্তাহখানেক ধরে জ্বর, কাশিসহ অসুস্থতায় ভোগছিলেন দিদারুল আলম প্রকাশ দিদার বলি। বৃহস্পতিবার ১৫ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা ‘পজিটিভ ধরা পড়ে। তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তিনি শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়।

বর্তমানে তিনি হাসপাতালের ৫ম তলার করোনা ইউনিটে রয়েছে।কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ( এরএমও ) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, দিদার বলীর শারীরিক অবস্থা তেমন ঝুকিপূর্ণ নয় তবে তাঁর অক্সিজেন স্যাচুরেশন উঠানামা করছে।

পাঠকের মতামত: