কক্সবাজার সিটি কলেজে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ ফজলুল করিম ও কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রদীপ খীসা । রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অধ্যাপক নুরুল আজিম ।
বক্তারা সিয়াম সাধনার মাস হিসেবে রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন ,রমজানের সংযমের শিক্ষা শুধূ মুসলমানদের নয় অন্যান্য ধর্মকেও প্রভাবিত করে। এটা বিজ্ঞান সম্মত প্রণালী যা মানুষের শারীরিক মানসিক অবস্থানকে পরিশুদ্ধ করে , নতুন জীবনের প্রেরণা যোগায় । অভুক্তদের প্রতি সহমর্মিতা বাড়ায় ।
গত ১৫ জুন কলেজ ক্যাম্পাসে অনুস্ঠিত ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , অধ্যাপক নুরুল হুদা ,অধ্যাপক নুরুল আবছার সিকদার , অধ্যাপক রোমেনা আকতার , অধ্যাপক জোৎস্না ইয়াসমিন , অধ্যাপক জহিরুল হক , অধ্যাপক ইয়াসমিন আকতার প্রমুখ।
পাঠকের মতামত: