ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে মাদক বিরোধী জনসচেতনতা মূলক র‌্যালিতে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন

নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন কর্তৃক ২ মার্চ থেকে ৫ মার্চ, ২০১৯ খ্রি. পর্যন্ত ৪ দিন ব্যপি কক্সবাজার সমুদ্র সৈকত সহ অন্যান্য শিক্ষামূলক স্থান পরিদর্শনের জন্য শিক্ষা সফর সম্পন্ন করে। ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মোঃ হারুন অর রশীদের নেতৃত্বে প্রায় ১০০ জন ক্যাডেট ও বিএনসিসি অফিসার অংশ গ্রহণ করে।

সফরের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মাদক বিরোধী জনসচেতনতা মূলক রেলি করা হয়। রেলিতে কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেটরাও অংশগ্রহণ করে। সৈকতে আগত বিভিন্ন এলাকার পর্যটকগণ এ মাদকবিরোধী কার্যক্রমের প্রশংসা করেন।

পাঠকের মতামত: