ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের পৌরপিতা মুজিবুর রহমান: বেসরকারীভাবে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন যারা

চকরিয়া নিউজ ডেস্ক ::

কক্সবাজার পৌর নির্বাচনে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আ.লীগের সভাপতি মুজিবুর রহমান, কাউন্সিলর নির্বাচিত  ১নং ওয়ার্ড আক্তার কামাল, ২ নং মিজানুর রহমান, ৩ নং মাহবুবুর রহমান মাবু, ৪ নং দিদারুল আলম রুবেল, ৫ নং শাহাব উদ্দীন সিকদার, ৬ নং ওমর ছিদ্দিকী লালু, ৭ নং আশরাফুল হুদা জামশেদ, ৮ নং রাজ বিহারী দাশ, ৯ নং হেলাল উদ্দীন কবির, ১০ নং সালা উদ্দীন সেতু, ১১ নং নুর মোহাম্মদ মাঝু, ১২ নং কাজী মোর্শেদ আহমদ বাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ১,২,৩ নং ওয়ার্ড শাহিনা আকতার পাখি, ৪,৫,৬নং ওয়ার্ড ইয়াসমিন আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডে জাহেদা আক্তার এবং ১০,১১,১২ নং ওয়ার্ডের নির্বাচিত নাসিমা আকতার বকুল বেসরকারীভাবে কা্উন্সিলার নির্বাচিত হয়েছেন। বিস্তারিত আসছে…..

 

পাঠকের মতামত: