ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাথে জজশীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

aaaaএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে মাননীয় জেলা ও দায়রা জজসহ জজশীপ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ১৬ মে-২০১৬ সোমবার বিকেল ৪.৪৫ টায় জেলা জজ আদালতের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।

 উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জনাব সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিঃ জেলা ও দায়রা জজ জনাব ওসমান গনি, রামু সহকারী জজ বাবু কনক বড়–য়া, মহেশখালী সহকারী জজ জনাবা আসমা বেগম, অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোশাররফ হোসেন, বাবু সুশান্ত প্রসাদ চাকমা, জনাব নিশাদুজ্জামান, জনাব তৌহিদুল ইসলাম প্রমুখ।

 বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি চৌধুরী, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মুহাম্মদ ইসহাক প্রমুখ। বিচারকৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার ২য় যুগ্ম জেলা জজ জনাব ফখরুল আবেদীন, সিনিয়র সহকারী জজ বাবু অসীম কুমার দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সিরাজউদ্দিন, বাবু অরূপ পাল প্রমুখ।

 বক্তাগণ বলেন, বার ও বেঞ্চের সুস্পর্কের উপর বিচারাঙ্গনের স্বচ্ছতা, গতিশীলতা নির্ভর করে। বক্তাগণ আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সততা, আইনের উপর দক্ষতা থাকতে হবে। দক্ষতার সাথে সততার সমন্বয় হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। উপস্থিত বিচারকবৃন্দ কার্যকালে আইনজীবীদের সহযোগীতা কামনা করেন।

 এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সিকদার, অ্যাডভোকেট এস.এম নূরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট এ.কে ফিরোজ আহমদ, পাঠাগার সম্পাদক মোহাম্মদ মিজানুর রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামশুল হক, কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন, অ্যাডভোকেট সাব্বির আহমদ, অ্যাডভোকেট কপিল উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ, অ্যাডভোকেট ফাহিমা আকতার, প্রমুখ। সভাপতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

পাঠকের মতামত: