ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলায় ফিতরা সর্বোচ্চ ১০৬০ , নিম্ন ৫৫ টাকা

fitraকক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এ বছরের ফিতরা নির্ধারণী সভা বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক খতীব আলহাজ্ব মাওলানা তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড কামিল মাদরাসার অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক। সভায় উপস্থিত কক্সবাজারের বরেণ্য ওলামাদের পরামর্শক্রমে কক্সবাজারের স্থানীয় বাজার দর যাচাই পূর্বক এ বছরের ফিত্রার পরিমাণ নির্ধারণ করা হয়। আটা ১৬৫০ গ্রামের মূল্যমান ৫৫/- টাকা যা নিু মধ্যবিত্তদের জন্য প্রযোজ্য, খেঁজুর ৩৩০০ গ্রামের মূল্যমান ৬০০/- টাকা যা উচ্চ মধ্যবিত্তদের জন্য প্রযোজ্য। কিসমিস ৩৩০০ গ্রামের মূল্যমান ১০৬০ টাকা যা উচ্চতর নেছাব যা উচ্চবিত্তদের জন্য প্রযোজ্য। ফিত্রার জন্য কোন্ বস্তুকে স্ট্যান্ডার্ড ধরা হবে তা নির্ণয়ের জন্য যে বস্তুর দাম সবচাইতে কম তাকে চিহ্নিত করার পরিবর্তে যেন গরীবদের স্বার্থ সংরক্ষণে ফিত্রা দাতাদের নজর দেয়া প্রয়োজন। কেননা ফিত্রার ক্ষেত্রে ইসলামের মূল স্পিরিট হল গরীবদের স্বার্থ সংরক্ষণ করা এবং এর পাশাপাশি ফিতরা দাতার স্বার্থকেও বিবেচনায় রাখা উচিত। স্বচ্ছল ব্যক্তিদের সর্বোচ্চ ফিতরা আদায় করার জন্য সভায় আহবান জানানো হয়। আল্লাহ আমাদের সঠিক পথের সন্ধান দিন। প্রধান অতিথি বলেন- রমজানে যাকাত প্রদান করলে অন্যান্য মাসে যাকাত প্রদান করার চেয়ে ৭০ গুণ অথবা নিয়্যত পরিশুদ্ধির কারণে আরো বেশি সওয়াব পাওয়া যায়। তাই রমজানে যাকাত প্রদানের জন্য সবাইকে আহবান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কক্সবাজার জেলা সভাপতি বাজারঘাটা জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন, জাতীয় ইমাম সমিতির কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আলমগীর, ইমাম সমিতি কক্সবাজার শহর সভাপতি ও খাজা মঞ্জিল জামে মসজিদের খতীব মাওলানা রফিক বিন সিদ্দিক, ইমাম সমিতি কক্সবাজার শহর সেক্রেটারী ও বাহারছড়া জামে মসজিদের খতীব মাওলানা শফিউল আলম, জেলা ইমাম সমিতির নেতা মাওলানা শরিফুল হক, ইমাম সমিতি সদর উপজেলা সভাপতি ও সদর উপজেলা মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ উল্লাহ টেকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, সমিতি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা বেলাল উদ্দিন আনছারী, পূর্ব পাহাড়তলী জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ার হোসাইন, বইল্যাপাড়া জামে মসজিদের খতীব মাওলানা ওসমান গণি, পূর্ব মাঝিরঘাটা জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ, গাড়ীর মাঠ জামে মসজিদের খতিব মাওলানা মোতাহেরুল ইসলাম ও হাফেজ মাওলানা শামছুল আলম প্রমুখ।

সংবাদপ্রেরক

মাওলানা তাহেরুল ইসলাম

সাবেক খতীব

বায়তুশ শরফ জামে মসজিদ, কক্সবাজার।

 

পাঠকের মতামত: