ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক উৎসব

dsc07839-e1481927849899নিজস্ব প্রতিবেদক ::: 

শনিবার কক্সবাজারে ৭ম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কক্সবাজার আঞ্চলিক উৎসব অনুষ্টিত হয়েছে। সকাল ৮ টায় কক্সবাজার সরকারি কলেজে এ উৎসব শুরু হয়। কক্সবাজার আঞ্চলিক উৎসব ২০১৭ এর এর সভাপতি কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর সভাপত্তিত্বে অনুষ্টনে প্রধান অতিথি ছিলেন,কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি মোহাম্মদ আবুল কাশেম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অলিম্পিয়াড এর আঞ্চলিক সমন্বয়কারী কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলম।

এতে ৩ ক্যাটাগরিতে ২ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়। আঞ্চলিক উৎসব থেকে প্রতিটি ক্যাটাগরি থেকে ২০ জন প্রতিযোগীকে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হবে। জাতীয় পর্যায় থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে।

সেখান থেকে সর্বোচ্চ ৮ জন প্রতিযোগীকে সম্ভাব্য রাশিয়ার সাইবেরিয়াতে অনুষ্ঠিতব্য ১৮তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে এবং ৫ জনকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ৪৮তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পাঠানো হবে।

এ আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও টুডে ।

পাঠকের মতামত: