ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে পৃথক অভিযানে ৩০০ কেজি জাটকা জব্দ

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
কক্সবাজারে পৃথক অভিযানে প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। কক্সবাজার মৎস্য অধিদপ্তর ও কোষ্টগার্ড এ অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, ১১ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়াস্হ এডিবি হ্যাচারীর সামনে শহরমুখী একটি ঠেলা গাড়ী থেকে ১৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, অাঞ্চলিক মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, দশ একর/এগার একর চিংড়ি চাষ প্রকল্প ব্যবস্হাপক (এডিবি) মোঃ মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর ডঃ মঈন উদ্দীন আহমদসহ মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্হিত ছিলেন। নুনিয়াছড়াস্হ মৎস্য অবতরনকেন্দ্র ও সংলগ্ন এলাকায় মৎস্য অধিদপ্তরের নজরদারী থাকায় নাজিরারটেক এলাকায় এসব জাটকা বোট থেকে এসব জাটকা খালাস করে অসাধু ব্যবসায়ীরা শহরে নিয়ে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শী এনায়েত উল্লাহ। জব্দকৃত মাছ চারটি এতিমখানায় বিতরন করা হয়েছে। এদিকে একই দিন (সোমবার) ভোররাত ১টার দিকে নাজিরারটেক চ্যানেলের বাঁকখালী নদী মোহনা থেকে আরো ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড। কোষ্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (এসসিপিও) আহসান হাবীব জানান, সাগরে নিয়মিত টহলের সময় নজিরারটেক এলাকায় গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে আসা একটি ফিশিংবোটের কোল্ড স্টোরেজ তল্লাশী করে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ সোমবার সকালে চারটি এতিমখানায় বিতরন করা হয়। মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মোঃ সালেক, শফিকুর রহমান, বেলাল উদ্দীন, মনজুর আলম ও আবুল কালাম প্রমুখ এসময় উপস্হিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা ইলিশ শিকারী ও বিক্রেতাদের বিরূদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: