ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলার জমকালো উদ্বোধন

সি এন ডেস্ক :
ডিসি সাহেবের বলীখেলা জমকালো ভাবে উদ্বোধন হয়েছে। ২ বৈশাখ শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত এই বলীখেলার বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো: আলী হোসাইন। এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দীন, ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার সদস্য সচিব হেলাল উদ্দীন কবির। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ক্রীড়া কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খেলায় প্রথম দিনের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় অর্ধশত বলী খেলায় অংশ নেন। এর মধ্যে বিজয়ীরা আগামী কাল ফাইনাল পর্বে খেলার সুযোগ পেয়েছেন।
খেলায় প্রথম দিন হলেও বিপুল দর্শক উপস্থিত ছিলেন। এসব দর্শকের উল্লাসে মুখরিত হয়ে পুরো স্টেডিয়াম। দর্শকদের আনন্দের অন্যতম আকর্ষণ ছিলো ‘বুড়া’ বলীদের মুনোমুগ্ধকর নাচ। নাচ দিয়ে পুরো আয়োজনকে মাতিয়ে রাখেন এসব ‘বুড়া’ বলীরা।

পাঠকের মতামত: