ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে গন্ডগোল শুরু, সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির প্রতিবাদ

কক্সবাজার প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা হরতালকে সমর্থন করে কক্সবাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঝটিকা মিছিল করেছে। এছাড়া শহরের প্রধান সড়কের কয়েকটি জায়গায় টায়ারে আগুন জ্বালিয়েছে তারা।

শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে কক্সবাজার শহরের শহীদ স্বরণী মোড় থেকে মিছিল বের হয়ে হলিডে মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় শহর যুগ্ম আহ্বায়ক রহিম উল্লাহ খান রানা বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, হাসিনা সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং আগামীকালের সকাল বিকাল হরতাল সফল করার লক্ষে দেশের সাধারণ মানুষকে আংশগ্রহনের আহ্বান জানাচ্ছি।’

পরে সন্ধার ৭ টার দিকে ঝাউতলা, হলিডে মোড়সহ কয়েকটি জায়গায় টায়ারে আগুন লাগিয়ে সটকে পড়েন বিএনপি নেতাকর্মীরা।

এদিকে এই পরিস্থিতিতে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়সহ শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, ‘পুরো শহরেই বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। যেহেতু হরতালের ট্রেডিশন আছে খারাপ কিছু হতে এমন শঙ্কা থেকেই জনগণের জানমালসহ নিরাপত্তার জন্য সতর্কতা অবলম্বন করেছি।’

 

পাঠকের মতামত: