ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে কক্সবাজারে। এই উপলক্ষ্যে ১৫ আগস্ট জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোঃ আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসান, সাংগঠনিক সম্পাদক আমীর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ ইউনুছ, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদুল আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবাইদুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোশারফ হোসেন, আইন কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুল আলম, কক্সবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদু সিকদার।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নূরুল কাদের।

উপস্থিত নেতৃবৃন্দ কারান্তরীণ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন এবং তাকে ঈদের আগে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানান।

পাঠকের মতামত: