ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

ফারুক আহমদ, উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হতে সংগ্রহকৃত নমুনা পরীক্ষায় গত বুধবার রাতে কোভিট নাইনটি পজেটিভ শনাক্ত হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমদের করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ দেখা দিলে গত ১৩ নভেম্বর নমুনা পরীক্ষা করেন।
বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন অফিস সহকারী সালাউদ্দিন।
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাক্তার এহসান উল্লাহ সিকদার জানান করোনায় আক্রান্ত নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পাঠকের মতামত: