ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন জমা

শহিদ রুবেল, উখিয়া ::   আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে উখিয়ায় চমক সৃষ্টি করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উখিয়া নির্বাচন অফিস কার্যালয়ের সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরীর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, অ্যাডভোকেট রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেম্বার, যুবনেতা শাহ জাহান সেজান ও মন্ত্রী পরিষদ সচিবের পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহীনা আক্তার ও হলদিয়া ইউপির সাবেক ভার প্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের সহধর্মিণী কামরুন্নেছা বেবী।

এদিকে চমক জাগিয়ে উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীর চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা মনোনয়ন জমা উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় না থাকা মাহামুদুল হক চৌধুরী শেষ মুহু্র্তে মনোনয়ন পত্র জমা দেওয়াকে স্বাগত জানিয়েছে সাধারণ ভোটাররা। তাদের অভিমত, বিএনপি অধ্যুষিত উপজেলা উখিয়ায় বিএনপির কোন প্রার্থী না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর এক চেটিয়া আধিপত্য বিস্তারের আশংকা ছিলো। শেষ অবধি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক চৌধুরীর মনোনয়ন জমা উখিয়ার উপজেলা নির্বাচনের আমেজ ফিরিয়ে এনেছে।

ভোটারদের আশা, শেষ অবধি নির্বাচনী মাঠে থাকবেন উখিয়ার সাবেক এই উপজেলা চেয়ারম্যান। অন্যদিকে শহিদ এটি এম জাফর আলম, মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম ও হলদিয়ার ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের ভাইপো জাহাঙ্গীর আলমের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা ভোটার মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তাদের দাবী, শহিদ পরিবারের এই সদস্য উপজেলা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরীর বলেন, নির্বাচনী বিধি লঙ্গন ছাড়াই প্রত্যেক প্রার্থী প্রত্যাশীরা মনোনয়ন ফরম দাখিল করেছেন। উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন হবে।

পাঠকের মতামত: