ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় রাবার ড্যামে পাইপ কালভার্ট না থাকায় বোরো চাষাবাদ অনিশ্চিত

aaaaaওমর ফারুক ইমরান, উখিয়া :::

উখিয়ার পশ্চিম ডিগলিয়া খালের উপর নবনির্মিত রাবার ড্যামে পানি ধরে রাখা রাবার ড্যামের নিচে খাল শুকিয়ে গেছে। যার ফলে ৫টি গ্রামের প্রায় ১ হাজার একর বোরো চাষাবাদ হচ্ছেনা বলে স্থানীয় কৃষকদের অভিযোগ। রাবার ড্যামের ধরে রাখা পানি কৃষকের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হলেও রাবার ড্যামের নিচে খাল শুকিয়ে যাওয়ায় এ দরবস্থার সৃষ্টি হয়েছে। রাবার ড্যামটি নির্মাণ করার সময় একটি পাইপ কালভার্ট দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা না দেওয়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। যুগ যুগ ধরে শুষ্ক মৌসুমে অনাবাদি থাকা প্রায় এক হাজার একর জমিতে খাল থেকে মোটর যোগে বোরো চাষাবাদ সহ শাক-সবজ্বি উৎপাদন করত কৃষকরা।

সরেজমিন রাজাপালং ইউনিয়নের অধিকতর জমি বিহীন প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গাচাষী অধ্যুষিত জনপদ এলাকা ঘুরে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, একমাত্র সেচের অভাব জনিত কারণে এসব এলাকার হাজারেরও অধিক জমি প্রতি শুষ্ক মৌসুমে অনাবাদি থেকে যায়। কিন্তু সেচ মেশিন যোগে কৃষকরা পানি উঠিয়ে চাষাবাদ শাক সবজি সহ বিভিন্ন তরিতরকারি চাষ করত। যে কারণে এখানকার হতদরিদ্র কৃষকদের আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে দিনযাপন করতে হত না। স্থানীয় কৃষক ওসমান গণি, মোঃ হোছন, মোঃ ইসলাম, মোঃ আলী, মাষ্টার ছৈয়দ নুর, বেলাল উদ্দিন, আবুল কালাম, মোঃ ইউছুপ, মোক্তার মিয়া সহ অর্ধ শতাধিক কৃষক জানায়, এলজিইডির অর্থায়নে পশ্চিম ডিগলিয়া খালের উপর নব-নির্মিত রাবার ড্যাম গরীব কৃষকদের চাষাবাদের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করলেও রাবার ড্যামের ভাটায় পানি না থাকায় প্রায় ১ হাজারের অধিক জমি চাষাবাদ করতে পারছেনা, শুকিয়ে গেছে খাল। স্থানীয় কৃষকরা জানান, এ রাবার ড্যাম এলাকায় একটি দৃশ্যমান পরিবেশের সৃষ্টি করলেও রাবার ড্যামের নিচে খাল শুকিয়ে যাওয়ায় রাবার ড্যামের নিচে পানি না থাকায় গ্রামবাসীরা পানির জন্য এলজিডি কতৃপক্ষের নিকট একটি পাইপ কালবার্টের দাবী করেন।

রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, কৃষি নির্ভরশীল এ উপজেলায় সেচের অভাবে প্রতি শুষ্ক মৌসুমে হাজার হাজার একর জমি অনাবাদি থেকে যেত। কিন্তু পশ্চিম ডিগলিয়ায় রাবার ড্যাম নির্মিত হওয়ায় কৃষকরা সরকারের কৃষি উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপের মধ্যে অনন্য দৃষ্টান্ত পশ্চিম ডিগলিয়া খালের উপর একটি রাবার ড্যাম নির্মিত হওয়ায় এলাকার খাদ্য ঘাটতি পূরণের পাশাপাশি অর্থকরী ফসল উৎপাদন করে হতদরিদ্র কৃষকেরা স্বাবলম্বী হওয়ার একটি মাধ্যম সৃষ্টি হয়েছে। কিন্তু এ রাবার ড্যামে একটি পাইপ কালভার্ট না থাকায় রাবার ড্যামের নিচে হাজারো কৃষকরা চাষাবাদ করতে পারছেনা। এলজিডি কর্তৃপক্ষের উচিত রাবার ড্যামে একটি পাইপ কালভার্ট নির্মাণ করা। উখিয়া পশ্চিম ডিগলিয়া খালের উপর রাবার ড্যাম নির্মাণকারী ঠিকাদার আবুল বশর বলেন, রাবার ড্যামের পাশে পাইপ কালভার্ট থাকা উচিত। তবে সংশ্লিষ্টরা না দেওয়ায় আমার করার কিছু নেই।

উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, পশ্চিম ডিগলিয়া রাবার ড্যামের পানি সুষ্ঠু বন্টন ও ব্যবহার নিশ্চিত করা হলে হাজার একরেরও অধিক জমিতে বোরো চাষাবাদ হবে। পাশাপাশি তরিতরকারি সহ বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা প্রকৌশলী সুমন মাহামুদ জানান, নবনির্মিত রাবার ড্যামটি সুষ্ঠু ভাবে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হলে এ রাবার ড্যামের সাহায্যে এলাকার মানুষ দীর্ঘদিন সুফল ভোগ করতে পারবে। তাছাড়া রাবার ড্যামের নিচে একটি পাইপ কালভার্ট নির্মাণ করা হলে কৃষকদের কাজে আসত। যার ফলে রাবার ড্যামের নিচের কৃষকরা পানি অভাবে চাষাবাদ করতে পারছেনা।

 ##################

উখিয়ায় বিজিবির অভিযানে ১৩৮ বোতল বিদেশী মদ জব্দ

ওমর ফারুক ইমরান, উখিয়া ::::

৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রেজু আমতলী বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ১৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৭ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। রেজু বিজিবির সদস্যরা বুধবার রাতে ঘুমধুম ইউনিয়নের শালবাগান নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১১৪ বোতল বার্মিজ মদ ও রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান বিদেশী মদ উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করতে পারেনি।

##############

উখিয়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

ওমর ফারুক ইমরান, উখিয়া :::

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উখিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম ও সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে জালিয়া পালং ইউনিয়নের ছৈয়দ আলমের ছেলে মোঃ হোছেন (৫০) কে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে একটি বন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা প্রদান করেন আদালত। এছাড়াও আরো বিভিন্ন মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ।

#############

কুতুপালং রোহিঙ্গা বস্তিতে ডিবি পুলিশের অভিযান: আটক ১

ওমর ফারুক ইমরান, উখিয়া :::

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটককৃত যুবক হচ্ছেন সাইফুল ইসলাম। ডিবির পক্ষ এখনো পর্যন্ত ওই রোহিঙ্গা নাগরিককে থানায় হস্তান্তর করেনি। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন এখনো পর্যন্ত থানায় কোন মিয়ানমার নাগরিককে থানায় দেয়নি।

 

পাঠকের মতামত: