ফারুক আহমদ, উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই রায়হান (২৬)খুন হয়েছে। ঘাতক বড়ভাই রিপন (৪০) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মৃত নুরুল কবিরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জায়গা-জমি কাগজপত্র নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই মোরশেদ কবির রিপন অতর্কিত অবস্থায় কিরিচ দা নিয়ে ছুটে এসে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার মরজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই মোরশেদ কবির রিপন ও তার স্ত্রী কে আটক করা হয়েছে।
এলাকাবাসী জানান বিগত দেড় বছর পূর্বে মা নূরমহল চৌধুরীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগের তীর ঘাতক ছেলে রিপন এর বিরুদ্ধে।
পাঠকের মতামত: