ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁহ- ঈদগড় সড়ক দুর্ঘটনায় নিহত-১

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::  সংগীত শিল্পী জনির মৃত্যুর শোক কেটে উঠতে না উঠতে কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁহ সড়কের ঢালায় দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম আকবর হোসেন(৩৬)। সে ঈদগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুবক্কর ছিদ্দিকীর বড় পুত্র।

আহত ব্যক্তি টুঠাবিল গ্রামের শফি আলমের পুত্র দেলোয়ার হোসেন বলে জানা গেছে।

জানা যায় ঈদগড়-ঈদগাঁহ সড়কের হিমছড়ি ঢালায় ছারপোকা করে আকবর হোসেন শুক্রবার রাত সাড়ে ৮ টায় ঈদগড়ে আসার পথে ছারপোকা সড়কের পার্শ্বর গর্জন গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে আকবর হোসেন মৃত্যু বরণ করে।

ছারপোকার চালক দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

রির্পোট লেখা পর্যন্ত নিহত আকবর হোসনের লাশ ঘটনা স্থলে রয়েছে। রামু থানা পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছেন বলে জানান ওসি।

পাঠকের মতামত: