ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওর সড়ক উপসড়কে পরিবহন চাঁদাবাজদের রাজত্ব !

আতিকুর রহমান মানিক ::  কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর সড়ক উপসড়কের বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়াচ্ছে ডজনাধিক চাঁদাবাজ চক্র। ব্যাটারী চালিত রিক্সা, টমটম, মিনি টমটম, সিএনজি টেক্সী ও ইজিবাইকসহ গণপরিবহন থেকে প্রতিদিন নির্বিচার চাঁদা আদায় করছে এরা। আর চাঁদার বাড়তি চাপ পোষাতে বাধ্য হয়েই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। এতে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি বাড়ছে প্রতিদিন।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁহ বাস স্টেশন, ঈদগাঁহ বাজারের বিভিন্ন পয়েন্ট, ঈদগাহঁ-ঈদগড় সড়কের মাথা, বাঁশঘাটা, মাইজপাড়া বশিরের দোকান, পোকখালী মুসলিম বাজার সেতু, মালমুরা পাড়া, চৌফলদন্ডী ব্রীজ, ইসলামপুর বাজার ও গোমাতলী বাজার এলাকাসহ আরো বিভিন্ন স্হানে প্রতিদিন যানবাহন আটকে চাঁদা আদায় করছে ডজনাধিক সিন্ডিকেট। জালালাবাদ পূর্ব ফরাজী পাড়ার টমটম চালক নূরুল হক বলেন, ভূঁইফোড় বিভিন্ন শ্রমিক সংগঠন, কথিত শ্রমিক নেতা ও প্যাড সর্বস্ব সংগঠনের নাম দিয়ে এসব চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে গাড়ীর চাবি কেড়ে নেয়া, গাড়ী আটকে রাখা এমনকি যাত্রী নামিয়ে দেয় বলে জানান ইজিবাইক চালক কালু।
সংঘবদ্ধ এসব চাঁদাবাজ চক্র এভাবে প্রতদিন হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। চালক ও যাত্রীরা জিম্মি হয়ে আছে এদের নিকট।

পাঠকের মতামত: