ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ড অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

agunমো. রেজাউল করিম, ঈদগাঁও ::

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারস্থ নুর আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন নুর ম্যানশন ভাড়া কলোনীর ১৫টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এসময় বাজারে আসা লোকজন দীর্ঘ দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘন্টাব্যাপী দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লেও সোয়া এক ঘন্টার পর কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেও কোন কাজ করতে পারেনি। সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি দল ঈদগাঁও নদীতে পাইপ লাগিয়ে আগুন দমকল মেশিন বিকল হওয়ায় বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে গোটা ঈদগাঁওবাসী ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। ১ এপ্রিল বিকাল পৌনে ৪টার দিকে ঈদগাঁও বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের পিছনেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঐ ম্যানশনের নিচতলার লেপ-তোষকের কারখানা থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়লে ঐ ম্যানশনের ১৫টি বাসার মধ্যে অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সচেতন মহলের ধারণা। ঘন্টাব্যাপী আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলে উঠার পরপরই ঈদগাঁও চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভুঁইয়া তদন্ত কেন্দ্রের সমস্ত অফিসার ও পুলিশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। অগ্নিকান্ড কবলিত ঐ নুর ম্যানশনে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ বাসা ভাড়া নিয়ে থাকেন। আগুনে ঐসব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। ঈদগাঁওবাসীর দাবী, প্রতিবছরে একাধিকবার আগুনের সুত্রপাত ঘটে বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত এ ঈদগাঁও এলাকার কোটি কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ফায়ার সার্ভিস ঈদগাঁওতে স্থাপিত না হওয়ায় এ মরণ দশা থেকে বেরিয়ে আসতে পারছে না বলে জানান অনেকে।

===============================================================

চৌফলদন্ডী কাশেমুল উলুম হাফেজ খানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন

মো. রেজাউল করিম, ঈদগাঁও :::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-চৌফলদন্ডী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পূর্ব ঘোনাপাড়ার কাশেমুল উলুম হেফজখানা ও এতিমখানার ১৬তম বার্ষিক সভা ১ এপ্রিল হাফেজ খানা মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চৌফলদন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাসান মুরাদ, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ, হেলাল উদ্দীনসহ আরো অনেকে। এ সভায় প্রধান বক্তা হিসাবে তাশরীফ পেশ করেন চকরিয়া মজিদিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আবদুর রহমান বুলবুল, বিশেষ বক্তা হিসাবে তাশরীফ পেশ করেন- ইসলামাবাদ খোদাইবাড়ীর এজি লুৎফুল কবির বালিকা মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা আবদুর রহমান আজাদ, চৌফলদন্ডী পূর্ব ঘোনা পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিমসহ আরো ওলামায়েকেরামগণ।

পাঠকের মতামত: