ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁওতে অনলাইন সাংবাদিকতা শীর্ষক আলোচনা

5a1e44cf3b624985156cef98b318a006-463056-intমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

প্রতি বারের ন্যায় এবারো বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম অনলাইন দৈনিক পত্রিকা ঈদগাঁও নিউজ ডটকম কর্তৃক মাহে রমজানের সম্মানে ‘আগামী দিনের সাংবাদিকতাঃ অনলাইন সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন করেছে। ২৫ রমজান তথা ২১ জুন বুধবার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীবৃন্দের অংশগ্রহণে এ ইফতার অনুষ্ঠিত হবে। অন্যদিকে ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এর আগের দিন ২৪ রমজান তথা ২০ জুন মঙ্গলবার উপজেলা বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঈদগাঁও নিউজ ডটকম প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ আহবায়ক আলহাজ¦ ছব্বির আহমদ এম.এ উক্ত আয়োজনের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: