ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ইসলামপুরে ৩ সন্তানের জনকের আত্নহত্যা

attohottaঈদগাঁও প্রতিনিধি :::
কক্সবাজার সদরের ইসলামপুরে গলায় ফাঁস লাগিয়ে মুজিবুল হক (২৮) নামের তিন সন্তানের জনক আত্নহত্যা করেছে।
২৪ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টা’র দিকে ইসলামপুর ইউনিয়নের পূর্বনাপিতখালীস্থ জুমনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার লাল মিয়ার ছেলে।
তার স্ত্রী রাশেদা বেগম জানান, মুজিব পেশায় একজন মাহিন্দ্রা চালক। গত ১৫ দিন আগে তার স্বামী মাহিন্দ্রা চালানোর জন্য চট্টগ্রাম শহরে যায় এবং একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে সালিশ বৈঠক হয় এবং মুজিবকে ২ হাজার টাকা জরিমানা করে। ঘটনার দিন সকাল ১০ টা’র দিকে জরিমানার টাকা যোগাড় করতে রাশেদা পার্শ্ববর্তী নতুন অফিসস্থ তার পিত্রালয়ে গেলে ওই ফাঁকে মুজিব বসতঘরের তীরের সাথে গলায় দড়ি বেঁড়ে ফাসিতে ঝুলে আতœহত্যা করে। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনাস্থলে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি জানান, সংঘটিত ঘটনায় অপমৃত্যু মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ জেলা সদর মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছিল।

পাঠকের মতামত: