ইমাম খাইর, কক্সবাজার :: কক্সবাজারের ইনানী সৈকতে মায়ের সঙ্গে গোসলে নেমে আবদুল্লাহ (১৬) নামের পর্যটক ছেলে নিখোঁজ হয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) সকালে সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এস.এস.সি পরীক্ষার্থী। পিতা কর্নেল শহিদ সামরিক বাহিনীর ডাক্তার। বাসা মহাখালী ডিওএইচএস। তারা সী-পার্ল বীচ রিসোর্টের অতিথি ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১১ টার দিকে বে-ওয়াচ ও সী-পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পার মাঝামাঝি স্থানে আবদুল্লাহ, তার মা ও স্বজনরা একসাথে গোসলে নামে। সবাই উঠে গেলেও আবদুল্লাহকে পাওয়া যাচ্ছে না। ঢেউয়ের সাথে ডুবে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম।
ইতোমধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সী-সেইফের সদস্যরা ঘটনাস্থলে হাজির। তারাও উদ্ধার তৎপরতা শুরু করেছে।
বেলা ১টায় রিপোর্ট লিখাকালে আবদুল্লাহকে পাওয়া যায় নি।
স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।
নৌ-বাহিনীর একটি টিমও খুব শীঘ্রই যোগদান করবেন বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পাঠকের মতামত: