ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ইনানী ও পাটুয়ারটেক সৈকতে অনুমোদনহীন ৭টি ক্যামেরা জব্দ

ইমাম খাইর, কক্সবাজার :: কক্সবাজারের ইনানী ও পাটুয়ারটেক সৈকতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ৭টি ক্যামেরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (১৮ জুলাই) পৃথক অভিযানে জব্দকৃত এসব ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে। সতর্ক করা হয়েছে অবৈধ ফটোগ্রাফারদের।

ইনানী জোনের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে পর্যটকদের ছবি উঠানোর কথা বলে পর্যটকদের হয়রানি করছে কিছু অসৎ ফটোগ্রাফার। অতিরিক্ত দাম নিচ্ছে। রবিবারও এমন ঘটনা ঘটেছে। এরপর পর থেকে আমরা কঠোরতা অবলম্বন করছি।

তিনি বলেন, সোমবার ফটোগ্রাফারদের ডেকে সতর্ক করাসহ ১৩ টি নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটক হয়রানিরোধ ও তাদের নিরাপত্তা বিধানে ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত: