ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক ডুলাহাজারা শাখা শুভ উদ্বোধন

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :: শরীয়াহ্ ভিত্তিক সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ। এরই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলার ডুলাহাজারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ২৯৯ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় ডুলাহাজারা বাজার সংলগ্ন হাজী আলী আহমদ সওদাগর ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

ডুলাহাজারায় আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ জাহেদুল ইসলাম ও আবদুল ওয়াহিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যাবস্থাপক জাফর আলম।

ডুলাহাজারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রজেক্টর মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রীয় প্রধান আলহাজ্ব আবেদ আহম্মদ খান।

বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন, সাধারণ সম্পাদক আমিনুল এহেসান চৌধুরী সাইফুল, লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হোছাইন চৌধুরী, ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব জামিল হোছাইন, ডুলাহাজাারা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা গিয়াস উদ্দিন, স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল আবছার, ডুলাহাজারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জমির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সকল ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক ঈদগাঁও শাখার ইনচার্জ ওবায়দুল হকের মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

পাঠকের মতামত: