ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে চকরিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। ‘পরিবর্তনে বিশ্বের জন্য সাক্ষরতার প্রচার: বিল্ডিং দ্য টেকসই জন্য ভিত্তি এবং শান্তিপূর্ণ সমাজ’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এরপর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন চকরিয়া শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

 

পাঠকের মতামত: