ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কালের সাক্ষী “ডাকবক্স”

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::  তথ্য প্রযুক্তির যুগে পূর্বেকার আমলের ডাক বক্সের কদর আর তেমন চোখে পড়েনা। জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর আশপাশ এলাকার পোস্ট অফিসের ডাকবক্সগুলো আগেরমত আর ব্যবহার হয়না। বাক্সগুলো শুধু কালেরস্বাক্ষী হয়ে আছে। পূর্বের মত তেমন ডাকবক্সগুলোতে চিঠি পড়েনা। তবে ডাকের পরির্বতে হরেক রকমের তথ্য প্রযুক্তি হাতের নাগালে। তৎমধ্যে-মেইল,এফবি ম্যাসেন জার,ম্যাসেজ,ইমোসহ আরো কত কিছু। তারস্থলে হারিয়ে যেতে বসেছে চিঠিপত্র আদান-প্রদানের ডাকবাক্স। এক সময়ে দেশ-বিদেশে দূরের কারো সাথে যোগাযোগের এক মাত্র মাধ্যম ছিল ডাক বিভাগ। ডাকযোগে চিঠি পত্র দিয়ে দূরের প্রয়োজনীয় কাজ মিটানো হত এবং আপনজনদের খোঁজ খবর নেয়া হতো। সপ্তাহ পর চিঠি পৌছলেও এই যোগাযোগ ব্যবস্থার কদর ছিল সবার কাছে প্রিয়। এমনকি ঘরবাড়ির সামনে ডাক বিভাগের পিয়ন দেখলেই মনে হতো কোন না কোন সংবাদ এসেছে।
এমনকি আধুনিকতার ছোঁয়ায় ফ্যাক্স,ইমেইল,মোবাইলসহ অনলাইন ইন্টারনেটের কল্যানে সামাজিক যোগাযোগ ব্যবস্থার সহজ লভ্যতায় হারিয়ে যাচ্ছে চিঠির প্রয়োজনীয়তা। মোবাইল ফোনে মুহুর্তের মধ্যে দূরেরও কাছের নিকট স্বজনের খোঁজ-খবর নেওয়া হচ্ছে অনায়াসে। ফলে ডাক অফিসের ডাকবক্সগুলো এখন শুধু কালের স্বাক্ষী। পূর্বের মত ডাকবক্সগুলোতে চিঠিও তেমন আসেনা। কজন তরুন চকরিয়া নিউজ প্রতিবেদককে জানান, বর্তমান সময়ে ডিজিটাল যুগে পুরাতনকে ডিঙ্গিয়ে নতুনত্বের ছোঁয়ায় মেতে উঠছে সবখানে। এখন আর লিখিত চিটি পত্রের দিনশেষ,তারস্থলে নানা ধরনের তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারন মানুষ নানান সুফল ভোগ করে চলছে।

পাঠকের মতামত: