ই-কমার্সের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চকরিয়ায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘ই-শপ’ কর্মসূচি। এটা একটা সম্পূর্ন বাজার কেন্দ্র যেখানে আমরা ই-কমার্স প্লাটফর্ম সৃষ্টি করেছি গ্রামীণ উৎপাদনকারীদের জন্য। এতে করে গ্রামীণ উৎপাদনকারীরা পৃথিবীর যে কোন জায়গায় অনলাইনের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পারবে। অনলাইন লেন-দেন শুরু ব্যাংক এর মাধ্যমে। আমার দেশ আমার গ্রাম প্রকল্প এফএস বি লিঃ দ্বারা ক্ষমতায়িত। সরকারের আইসিটি মন্ত্রণালয়ের “আমার দেশ আমার গ্রাম’র কক্সবাজার জেলার ই-শপের প্রজেক্ট এর চকরিয়া থানার পাশে আজ ৩ মার্চ বিকাল তিনটায় ই-সেন্টারের যাত্রা শুরু হচ্ছে। এতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। এসময় এফএসবির নির্বাহী পরিচালক আতাউর রহমান উপস্থিত থাকবেন। প্রশিক্ষন নেয়া সকলেই উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. আশরাফুল ইসলাম সজিব। ##
#############
লক্ষ্যারচর ইউনিয়নের কর আদায় কার্যক্রম উদ্বোধন
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের কর আদায় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২মার্চ স্থানীয় ব্যবসায়িদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কর আদায়ের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। উল্লেখ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মতে ইউনিয়ন পরিষদ এলাকার অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা মালিকদের কাছ থেকে কর আদায়ের জন্য সরকারের কাঠোর নির্দেশনার আলোকে এ কর আদায় করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইসার, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব এমএ গণি, বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
পাঠকের মতামত: