ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি পেকুয়ায় বিএনপির সম্পাদকের বিরুদ্ধে জিডি

নাজিম উদ্দিন, পেকুয়া ::pekua,,

পেকুয়ায় সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেছেন কর্মরত এক সংবাদকর্মী। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসাইনকে অভিযুক্ত করে ৭এপ্রিল পেকুয়া থানায় একটি জিডি দায়ের করেছেন পেকুয়ার কর্মরত দৈনিক হিমছড়ি পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল। যার নং-২৬১/১৭। গত ৭এপ্রিল উপজেলার উজানটিয়া ইউনিয়ন জাতীয়বাদি দল বিএনপির দ্বি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। এ উপলক্ষে সমাবেশে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইকবাল হোসাইন বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি সরকার ও ক্ষমতাসীন দল আ’লীগের কড়া সমালোচনা করে বলেন এ সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয়। দেশে সার্বভৌমত্ব ও স্বাধীনতা ভুলন্ঠিত হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন ও জেল জুলুম চলছে। দুর্বার গনআন্দোলনের মাধ্যমে এ জালিম সরকারের পদত্যাগ করাতে হবে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাঘের বল বার বছর। আপনারা কে কি করছেন সেগুলোর আমল নামা চলছে। বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর করা-গন্ডায় হিসাব নেয়া হবে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের কিছু মিডিয়াকর্মীকে উদ্দেশ্যে করে বলেন পালানোর জায়গা নেই আপনাদের। আমরা আপনাদেরকে হুশিয়ার করতে চাই বিএনপি সব প্রত্যক্ষ করছে। এদিকে সমাবেশে খোদ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিকদের নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্যকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বিস্ময় দেখা দেয়। তারা এ ধরনের বক্তব্যকে ন্যাক্কারজনক ও সাংবাদিকদের উপর বিএনপি নেতার সরাসরি বিদ্বেষপুর্ন আচারন বলে আখ্যায়িত করেছেন। সাংবাদিকদের দেখে নেয়ার হুমকির এ বিষয়ে গতকাল বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার পেকুয়ার কর্মরত সাংবাদিকরা তাৎক্ষনিক বৈঠকে মিলিত হয়েছেন। সকাল ১১টার দিকে কলেজ গেইট চৌমুহনীতে সাংবাদিক কার্যালয়ে রুদ্ধদার বৈঠক করেছেন। বৈঠকে সংবাদকর্মীরা বিএনপি নেতার বিদ্বেষপুর্ন আচরনের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন। সভা থেকে জানানো হয়েছে বিএনপি নেতা ইকবাল হোসাইনের এ ধরনের আচরন সাংবাদিক ও সংবাদপত্রের উপর সরাসরি হস্তক্ষেপ। আমরা এ আচনরে অত্যন্ত মর্মহত হয়েছি। সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের সার্থে বিএনপি নেতা ইকবাল হোসাইনের অবিলম্বে গ্রেফতারপুর্বক শাস্তি দাবি করা হয়েছে। সভায় সাংবাদিকরা বিএনপি যেকোন সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকরা বলেন বিএনপি সংবাদপত্রে অবাধ স্বাধীনতাকে বিশ^াস করেনা। তারা মুখে গনতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। কিন্তু বাস্তবে দলটির দৃষ্টিভঙ্গি এর সরাসরি বিপরীত। ওইদিন তাদের উপজেলা সম্পাদক ইকবাল হোসাইন সেটি প্রমান করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন এস.এম হানিফ (প্রথম আলো), নাজিম উদ্দিন (প্রিয় চট্টগ্রাম, সকালে কক্সবাজার), মো.ফারুক (যায়যায়দিন, বাঁকখালী), মুহাম্মদ হাসেম (সাঁঙ্গু, দৈনিক কক্সবাজার), দিদারুল করিম (পুর্বদেশ), শাখাওয়াত হোসাইন সুজন (ভোরের কাগজ, রুপসী গ্রাম),সাইফুল ইসলাম বাবুল (হিমছড়ি), জালাল উদ্দিন (দৈনন্দিন), রেজাউল করিম রেজা (সকালের কক্সবাজার),ইমরান হোছাইন (আজকের কক্সবাজার), এফএম সুমন (কক্সবাজার ৭১), শাহজামাল (আমাদের কক্সবাজার) প্রমুখ।

পাঠকের মতামত: