কূটনৈতিক এলাকা বলে পরিচিত গুলশানের এক রেঁস্তোরায় সন্ত্রাসী হামলার ঘটনাকে দেশের ইতিহাসে জঘন্যতম কালো অধ্যায় বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই বিবৃতি পড়ে শোনান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে ফখরুল বলেন, সন্ত্রাসের এই পরিকাঠামো ভাঙতে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এর উদ্যোগ নিতে হবে সরকারকেই।
তবে বর্তমান সরকার বিরোধী দল দমনে প্রশাসনকে ব্যবহার না করে প্রকৃত সন্ত্রাসীদের দমনে ব্যবহার করায় আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত: