কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এর আয়োজনে ৪০ ইউনিট এর ক্যাপ্টেন আনাসের নেতৃত্বে সৌহার্দ্য সম্প্রীতিময় পরিবেশে বুধবার ১৬ নভেম্বর দেশের অন্যতম পর্যটন এলাকা উত্তর মিঠাছড়ির ১০০ ফুট গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বুদ্ধ মন্দির পরির্দশন করেন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, রাশিয়া, লন্ডন, চায়না, সৌদি আরব, আমেরিকা, জার্মানি, অষ্ট্রেলিয়া, ফিলিপাইন, ফ্রান্স, হাংঙ্গেরিসহ ১৩ দেশের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা। এসময় তাঁরা বৌদ্ধ ভিক্ষু শ্রীমৎ করুণাশ্রী থের এর সাথে মতবিনিময় করেন।
এদিকে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর চীফ মেডাম সোমা হক এর সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ বেগম ফারজানা হাসান। বক্তব্যের পরেই ছাত্র-ছাত্রীদের পরিশেনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতার চেতনাভিত্তিক ‘পরীবানু’ নাটকখানি দর্শক শ্রোতাদের প্রমুগ্ধ করে।
পাঠকের মতামত: