ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রাখাইন স্টুডেন্ট কাউন্সিলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার:132
বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট কাউন্সিল কক্সবাজার জেলা শাখার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় শহরের কেন্দ্রীয় মাহাসাংদোগ্রী মন্দিরস্থ মিলনায়তনে আলোচনা সভা, এসএসসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সভাপতি জ জ রাখাইনের সভাপতিত্বে ও ওয়া ওয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মায়েঁনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উ উরী, কক্সবাজার আদিবাসি ফোরামে সাধারণ সম্পাদক মং থেহ্লা, সাবেক সভাপতি ক্য নাই, চেনহ্লা ও ওয়াংক্য। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জ জ উ (ইয়ুদি), হাপু, ওয়ান ওয়ান, আবুরী, ওয়ান নাই, মং মং, ওয়ান শে, কিংজ ও জওয়ান। আলোচনা সভা শেষে এসএসসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

পাঠকের মতামত: