ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মোজাম্মেল কমিশনারের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন সহ নেতৃবৃন্দের শোক প্রকাশ

স্টাফ রিপোটার :::1562184index
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সমাজ সেবক মোজাম্মেল হকের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত দলীয় নেতাকর্মী ও এলাকার স্থানীয় সর্বস্থরের জনতা। মোজাম্মেল কমিশনারের অকাল মৃত্যুতে বিএনপি হারালো একজন ত্যাগী নেতা আর জনগন হারালো একজন সমাজকর্মীকে। মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এক শোক বিবৃতি দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য আলহাজ্ব  সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধূরী খোকন মিয়া, সাধারণ সম্পাদক আনচারুল ইসলাম বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম নুরুদ্দোজা জনি, যুবদলের সিনিয়র সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, ইব্রাহিম খলিল কাকন, ছৈয়দ আলম সাঈদ, শওকত, আরিফুল ইসলাম, মাহবুুবুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতু, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, শ্রমিকদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোস্তাক, তরুণ প্রজন্ম দলের আহবায়ক মো: মঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল আমিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তরুণ প্রজন্ম দলের চকরিয়া উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: