ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ীর অরক্ষিত বেঁড়িবাধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা

সরওয়ার কামাল. মহেশখালী ::  মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাগর তীরবর্তী সাইরারডেইল জেলে পাড়া দীর্ঘ দিনের অরক্ষিত বেঁড়িবাধ পরির্দশন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) নিবার্হী প্রকৌশলী প্রবীন কুমার । (১৮ই জুলাই) শনিবার দুপুর ২ টায় মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জেলে পাড়া উক্ত অরক্ষিত এলাকা পরির্দশন করেন তিনি। পাউবো কর্মকর্তা অরক্ষিত এলাকা পরিদর্শন করে আপাতত পানির তোড় ঠেকাতে জিইও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন মাতারবাড়ীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ । উল্লেখ্য, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে বঙ্গোপসাগরের জোয়েরের পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেঙে যায় ঘর-বাড়ি রাস্তা-ঘাট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ সংশ্লিষ্ট দপ্তরে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ করতে আকুল আবেদন করার পর উত্তর সাইরার ডেইল জিও ব্যাগ দিয়ে বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার করা হয়েছে। তবে সাইরার ডেইলের জেলে পাড়া অরক্ষিত এলাকা দিয়ে জোয়াারের পানিতে ঘর-বাড়ী ডুবে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের উক্ত কর্মকর্তা পরিদর্শনেে আসেন। টেকসই বেড়িঁবাধ নিমার্ণের দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন যা গণমাধ্যমসহ সোস্যল মিড়িয়ায় ভাইরাল হয় ।

পাঠকের মতামত: