ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মাতারবাড়ীতে গণডাকাতি ॥ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

dakateakaসালাম ককলী, মহেশখালী থেকে :::

মাতারবাড়ী সাইটপাড়া গত দু’ দিনে দুটি বাড়ীতে ডাকাতী সংঘটিত হয়েছে।

ডাকতরা বাড়ীর লোকজনদেরকে মারধর করে নগদ ৫ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল, ৫০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়েগেছে। লাগাতারভাবে ডাকাতী সংঘটিত হওয়ায় মাতারবাড়ী সাইট পাড়ায় চলছে ডাকাত আতংক।

সরে জমিনে অনুসন্ধান করতে গিয়ে সাইট পাড়ার জামাল হোসেনর স্ত্রী ছাবেকুন্নাহার জানান প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়ার পর ছেলে-মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়ে গত বৃহস্পতিবার রাত্রে। রাত প্রায় আড়াই টায় সময় ১০/১২জন ডাকাত তার রান্না ঘরের দরজা কৌশলে খূলে ঘরে ভিতর ডুকে পড়ে বাড়ীর লোকজন কোন কিছু বুঝে উঠার পূর্বে তাদের হাত পা বেঁধে ফেলে আল-মিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ২টি মোবাইল ১ ভরি স্বর্ণ সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার রাত্রে একই গ্রামের কামাল হোছাইন বহদ্দারের বাড়ীতে একই কায়দায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। কামাল হোছাইন বহদ্দারের স্ত্রী হাছিনা বেগম কেঁদে কেঁদেঁ  জানান, গত সোমবার রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া সেরে ছেলে-মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টায় স্বশস্ত্র ডাকাতদল রান্ন ঘরের দরজা কেটে ভিতরে ডুকে পর পর ৩টি দরজা খুলে ফেলে অস্ত্ররের মুখে তাদের সকলকে বেঁধে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মিকরে চাবী নিয়ে আল-মিরায় সংরক্ষিত ৪ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। হাছিনা বেগম আরো জানন চাবী দিতে একটু দেরী হওয়ায় স্বশস্ত্র ডাকতরা তাকে বিব্স্ত্র করে ব্যাপকভাবে নির্যাতনও করেন। যা বর্ণনা করতে গিয়ে তিনি মুর্হুতে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনার সংবাদ পেয়ে পর দিন স্থানীয় ইউ.পি. সদস্য যথাক্রমে নাছির উদ্দিন, সরওয়ার কামাল, হামেদ হোছাইন, রিয়াজ উদ্দিন, নুরুল আবছার শিমুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থল পরির্দশন করেন। তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখে সাথে সাথে ঘটনার সাথে জড়িত থাকা অপরাধীদেরকে খুজে বের করার জন্য পুরো মাতারবাড়ীতে সোর্স লাগিয়েছেন এবং তারা নিজেরাই খোজঁ খবর নিচ্ছেন। এ ঘটনার সত্যতার ব্যাপারে ১৪ ডিসেম্বর বিকালে একদল সাংবাদিক সাইটপাড়ায় গেলে ক্ষতিগ্রস্থ বাড়ীর লোকজন ও এলাকাবাসীরা জানান প্রতিদিন ডাকতরা গভীর রাতে এলাকায় এসে বিভিন্নভাবে হুমকি-ধমকী দিচ্ছে। ডকাত কবলীত কামাল হোসেন বহদ্দারের স্ত্রী হাছিনা বেগম জানান,  এলাকার অপরাধী শ্রেণীর লোকজন ডাকাতী ঘটনার সাথে জড়িত রয়েছে। আমি এবং আমার মেয়েরা কয়েকজন ডাকাতকে চিহ্নিতও করেছে। এ কারণে এই ব্যাপারে মামলা না করার জন্য প্রতি রাত্রে এলাকায় এসে অছেনা কিছু লোক তাদেরকে হুমকি দিচ্ছে।  মাতারবাড়ী সাইটপাড়া গত এক সপ্তাহ ধরে চলছে ডাকাত আতংক। এদিকে ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সাইট পাড়ায় ঘটনার পর থেকে পুলিশী টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া গ্রাম পুলিশ দিয়েও রাতে পাহারা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: