ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অাদিনাথ মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা

সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার ঠাকুরতলা অাদিনাথ মন্দির পরিদর্শন শেষে ও স্থানীয় সরকারী কর্মকর্তা,রাজনীতিবীদ,বীর মুক্তিযোদ্ধা,ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে মত বিনিময় করেন- মতবিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। ১৩ই সেপ্টেম্বর জুমাবার বিকাল ৩টায় আদিনাথ মন্দিরের গোপাল সাহা যাত্রী নিবাস মিলনায়তনে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তী ও মহেশখালী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণব কুমার দের পরিচালনায় অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক এমপি, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, মহেশখালী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য অালহাজ্ব অানোয়ার পাশা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মহেশখালী (সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, জেলা অাওয়ামীলীগের সহ সভাপতি এম অাজিজুর রহমান,মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, মহেশখালী উপজেলার সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, মহেশখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি ব্রজ গোপাল ঘোষ, সাবেক চেয়ারম্যা অালহাজ্ব শামসুল অালম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহামদ, মুক্তিযোদ্ধা মাষ্টার খগেন্দ্র লাল শীল, অাবু জাফর ছিদ্দিকী, সিপিবি জেলা সভাপতি মাষ্টার দীলিপ কুমার দাশ,সনাতনী বিদ্যাপীঠ সংসদের সভাপতি উজ্জ্বল ধর, মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুল করিম মহেশখালী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ অাল অামিন, অাদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী ,কাউন্সিলর সনজিত চক্রবর্তী প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধু বাঙ্গালীর মুক্তির জন্য সংগ্রাম করে জয় বাংলা প্রতিষ্টা করে গেছেন। জয় বাংলা মুছে পেলতে জিয়া সরকার শত চেষ্টা করে ও তা বাঙ্গালীর মন থেকে মুছে পেলতে পারেনি।

পাঠকের মতামত: