ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে যুবকের আত্মহত্যা

মহেশখালী প্রতিনিধি ::attohotta:

মহেশখালীতে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবকের নাম রূপন দে (২৫), সে দক্ষিণ হিন্দুপাড়া এলাকার নান্টুরাম দে এর ছেলে। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার সময়।

পরিবারের লোকজন জানান, সবার অগোচরে রূপন দে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলানো থাকে। বাড়ীর লোক জন দেখতে পেয়ে রূপন দে কে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপন দে কে মৃত ঘোষনা করেন।

স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়, ৬মাস আগে ককসবাজারের খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকা থেকে জনি দে নামের এক নারীকে বিয়ে করেছেন রূপন দে।

স্থানীয় কাউন্সিলর সনজিৎ চক্রবর্তী জানান, সংসারের অভাব অনটনের কারনে রূপন দে আতœ হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

পাঠকের মতামত: