ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে মেহেদী অনুষ্টানে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন-বাড়ির জিনিসপত্র লুট

1(1)মহেশখালী প্রতিনিধি ঃ

মহেশখালীতে বিবাহের মেহেদী অনুষ্টানে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন বাড়ির জিনিসপত্র লুট। ২০ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান সাড়ে ১১টার সময় ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহীর পাড়া এলাকায় মোহাম্মদ শফি’র বাড়িতে পুত্রের বিবাহের মেহেদী অনুষ্টানে অজ্ঞাত সন্ত্রাসীরা অর্তকিত ভাবে এলোপাহাড়ী গুলি ছুড়েঁ। সেই ছুড়াঁ গুলিতে অনুষ্টানে আসা যুবক একই এলাকার আব্দু শুক্কুরের পুত্র সোনা মিয়া (১৫) বিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ফ্লুরে পড়ে থাকলে তার আতœীয় স্বজন তৎক্ষনাৎ মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেছে। তৎপরবর্তী সেই সন্ত্রাসীরা মোহাম্মদ শফি’র বাড়ির দরজা ভেঙ্গে জিনিসপত্র ভাংচুর, আলমিরা ভেঙ্গে টাকা পয়সা ও স্বার্ণালংকার লুট করেছে তাতে বাধাঁ দেওয়ায় মেয়েদের শ্লীলতাহানী করেছে ও শফি’র বৃদ্ধা স্ত্রী কে মারধর করেছে। লাশ ময়না তদন্তের জন্য থানা পুলিশ কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আমরা এখনো খুনিদের চিহ্নিত করতে পারিনি অভিযান অব্যাহত আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: