ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কোপালো বখাটে

16865094_1350646834992414_8269816000465458313_n-1_1-423x540-423x540মহেশখালী উপজেলার কালারমারছড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  এক মাদ্রাসা ছাত্রীকে সারা শরিরে কুপিয়ে জখম করেছে বখাটে। শনিবার বিকালে এই নিষ্ঠুর ঘটনা ঘটে।

জানা যায়, মহেশখালীর কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী ও ফকিরজুম পাড়ার মোঃ হোছাইন এর মেয়ে নাহিদা আক্তার (১৬) কে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হোয়ানক পুর্ব হরিয়ার ছড়া এলাকার মৌঃ লোকমান হাকিমের পুত্র বখাটে জাহেদুল ইসলাম গত শনিবার বিকালে মেয়ে বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অংশ ১০ থেকে ১২টি কিরিচের কোপে শরীর ক্ষতবিক্ষত করে দেয়। আহত নাহিদাকে প্রথমে মহেশখালী পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরন করে। এঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে জাহিদুল ইসলামকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করে।  বখাটে জাহেদুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে মহেশখালীবাসী।

পাঠকের মতামত: