ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে বারবাকিয়া ছাত্রলীগের সহ-সভাপতির মৃত্যু

fffএইচ এম রিয়াজ :::

বাংলাদশে ছাত্রলীগ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি পারভেজ মোশাররফ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২ টার দিকে চট্রগ্রাম প্যারেড মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা শেষে ড্রেসিংরুমে বিদ্যুৎ এর শর্ট লেগে তার মৃত্যু হয়ছে বলে জানা গেছে। নিহতের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে।

নিহত পারভেজ চট্রগ্রাম সরকারী কলেজের অনার্স (পলিটিক্যাল সায়েন্স বিভাগের) ৩য় বর্ষের ছাত্র। সে উপজলার বারবাকিয়া ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার আব্দুল মান্নান এর পুত্র।

এদিকে, পারভেজ এর অকাল মৃত্যুতে পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত: