ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রাকৃতিক দূর্যোগ ও পরিবেশ রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম -উখিয়ায় উপ-সচিব

ৃৃৃৃৃফারুক আহমদ, উখিয়া ॥

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শুকুর আলী বলেছেন, প্রাকৃতিক দূর্যোগ, জ্বলোচ্ছাস ও ঘুর্ণিঝড় মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বনায়নের কোন বিকল্প নেই। গাছ মানুষকে সু-রক্ষার পাশা-পাশি আর্তনির্ভরশীল করতে সক্ষম হয়। বিশেষ করে সামাজিক বনায়ন দারিদ্র বিমোচনে যুগান্তকারী ভূমিকা পালন করছে। দেশে হাজার হাজার দরিদ্র উপকারভোগী স্বাবলম্বি হয়ে নিজেরা ভাগ্যের পরিবর্তনের সুযোগ পেয়েছে। তাই শুধু সরকারী বনাঞ্চল নয় প্রত্যেক বসত ভিটায় ফলজ বনজ ও ঔষুধী গাছ রোপন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার সকালে উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ি বনবিটের সামাজিক বনায়ন ও দীর্ঘ মেয়াদী বনায়ন পরিদর্শন কালে উপ-সচিব (ডেপুটি সেক্রেটারী) এ কথা গুলো বলেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: আলী কবির, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম এবং দোছড়ি বিট কর্মকর্তা মো: আমির হোসেন গওজ নবী।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শুকুর আলী ২০১৫-১৬ অর্থ বছরে উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ি বনবিটে চলমান কোরজোন ও বাপারজোন এলাকায় বনায়নের প্রকল্প সমূহ সরজমিন পরিদর্শন করেন। বনায়নের কর্মকান্ড ও বিভিন্ন প্রজাতির চারা রোপনের পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে অংশীদারিত মূলক (সিআরপিএআর) কর্মসূচীর আওতায় চলতি অর্থ বছরে দোছড়ি বনবিটে ৩০ হেক্টর বনভূমিতে দীর্ঘ মেয়াদী ও ২৮ হেক্টর বনভূমিতে স্বল্প মেয়াদী সামাজিক বনায়নের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে বনায়নের কার্যক্রম সমাপ্ত হবে বলে তিনি বলেন।

এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শুকুর আলী গতকাল দুপুরে ইনানী রেঞ্জের আওতাধীন নির্মাণাধীন জালিয়াপালং বনবিট কার্যালয় পরিদর্শন করেন। এসময় ইনানী রেঞ্জ কর্মকর্তা ব্রজ গোপাল রাজ বংশী ও জালিয়াপালং বিট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#####################

উখিয়ায় কর্তন হওয়ার শতবর্ষী বৃক্ষরাজটি রহস্যজনক ভাবে উদ্ধার করছে না বনবিভাগ!

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়াপালংয়ে শতবর্ষী বৃক্ষরাজ কর্তন করেছে দুর্বত্তরা। উখিয়া ও রামুর রাজারকূল বনবিটের রশি টানাটানিতে কর্তন হওয়া বৃক্ষরাজটি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে বনবিভাগ। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কর্তন হওয়া বিশাল গাছটি যেকোন সময় পাচারকারীরা লুট করে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। মাদার ট্রি নামক বৃক্ষরাজ কর্তন হওয়ার পরও বনবিভাগ কর্তৃক জব্দ না করায় এলাকায় সচেতন মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বনাঞ্চলের শতবর্ষী বিশাল একটি বৃক্ষরাজ পাচারকারীরা কর্তন করেছে। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতের সময় গভীর রাতে গাছ খেকোরা এ গাছটি কর্তন করে। গ্রামবাসীরা জেনে যাওয়ায় এলাকায় হৈচৈ পড়ে যায়। অভিযোগে প্রকাশ ৫ওয়ার্ড মধ্যম হলদিয়াপালংয়ের আইয়ুব আলী ও তার পুত্র শাহজান, আবুল মিয়া ও তার পুত্র জামালের নেতৃত্বে একদল পাচারকারী রাতের আধারে গাছটি কর্তন করে।

এদিকে খবর পেয়ে সকালে উখিয়ার হলদিয়া বনবিটের কর্মকর্তা ও রামু রাজারকূল রেঞ্জের পাগলির বিল বনবিটের কর্মকর্তা যৌথ ভাবে অভিযান চালিয়ে কর্তন হওয়া গাছটি জব্দ করছে দাবী করলেও দীর্ঘ ১ সপ্তাহ পরও সেই বৃক্ষরাজটি এখনো পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালী গাছ পাচারকারীরা বনবিভাগের কতিপয় কর্মকর্তার সাথে আতাঁত করে সেই পড়ে থাকা বিশাল গাছটি যেকোন সময় লুট করে নিয়ে যেতে পারে।

এ ব্যাপারে হলদিয়াপালং বিটের বনকর্মী টিটলের সাথে যোগাযোগ করলে তিনি পাগলির বিল বিটের কথা বলেন। আবার পাগলির বিল বিট বলেন রাজারকূল রেঞ্জ কর্মকর্তা বিষয়টি দেখ ভাল করছে। একাধিক বার চেষ্টা করেও মোবাইল সংযোগ (০১৮৩৮৪৫৩৫৪৪) বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এদিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, কর্তন হওয়া বিশাল বৃক্ষরাজটি আমার এলাকা হলেও পাগলির বিল বিটটি রাজারকূল রেঞ্জের আওতায় হওয়ায় আমরা বিষয়টি তাদেরকে জানিয়েছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ সহ গাছ উদ্ধারের চেষ্টা করছে তারা।

####################

উখিয়ায় নবনির্বাচিত ৫ইউপি চেয়ারম্যানের গেজেট প্রকাশ

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়ার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানদের তালিকা সরকারী ভাবে গেজেট প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটে রতœাপালং ইউনিয়নে খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নে শাহ আলম, জালিয়াপালং ইউনিয়নে নুরুল আমিন চৌধুরী, রাজাপালং ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী ও পালংখালী ইউনিয়নে গফুর উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। গত ১৫ জুন নির্বাচন কমিশনের সহকারী সচিব মো: রাজীব আহসান উক্ত প্রকাশিত গেজেটের স্বাক্ষর করেন। আগামী ১৮ জুন শনিবার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পাঠকের মতামত: