ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় ৫ টি দোকানে দূর্ধর্ষ চুরি

churiনাজিম উদ্দিন, পেকুয়া :::

পেকুয়ায় ৫ টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নে কলেজ গেইট চৌমুহনী ষ্টেশনে চুরির এ ঘটনাটি ঘটে। চোরের দল চৌমুহনী চৌ-রাস্তা পয়েন্টে খাতুর বর মাকের্টে হানা দেয়। মার্কেটের ভিতর প্রবেশ করে রাসেলের মালিকানাধীন মেসার্স জেরিন স্টোর, ও রবি সেবা, রফিক আহমদের মালিকানাধীন আর এম ফ্যাশন হাউস, ছরওয়ার মেকানিকের দোকান, মহি উদ্দিনের আলিফ প্রিন্টিং প্রেস, হেলাল উদ্দিনের আল মদিনা টেইলার্সের ফটকের তালা কেটে ওই দোকানগুলোতে হানা দেয়। এসময় এসব দোকান থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় তিন লক্ষাধিক টাকা নিয়ে যায়। চৌমুহনী প্রশাসনিক প্রাণ কেন্দ্র দূর্ধর্ষ চুরির এখবর জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এক প্রকার ভীতি তৈরি হয়। থানা ও উপজেলা প্রশাসনের নিকটেই এসব দোকানগুলো। সম্প্রতি পেকুয়ায় আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি। গত এক মাসের ব্যবধানে চৌমুহনীতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এব্যাপারে জেরিন ষ্টোরের মালিক রাসেল জানায়, প্রতিদিনের ন্যায় রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি দোকানের তালা কেটে চোরেরদল নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার কাছেই চৌমুহনী ষ্টেশন। এখানে চুরি হলে আমরা যাবো কোথায়? তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

পাঠকের মতামত: