ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সিএনজি অটোরিক্সা খাদে, আহত ৪

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় সিএনজি অটোরিক্সা খাদে পড়ে চারজন আহত হয়েছেন। গতকাল ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলী বাজারের উত্তর পাশে সড়ক দূর্cngঘটনার এ ঘটনাটি ঘটেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়াবাজারস্থ ডা.মুজিবের নুর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, মগনামা ইউনিয়নের হাজী মৌলভী পাড়া এলাকার মৃত.নুর মোহাম্মদের ছেলে মো.ফোরকান (২৫), বেদেরবিল পাড়ার আব্দুল খালেকের ছেলে জিয়াবুল করিম (৪৫), পশ্চিমকুল এলাকার আহসান উল্লাহর ছেলে শেফায়েত হোসেন (২৩) ও উজানটিয়া ইউনিয়নের দক্ষিন সুতাচোরা এলাকার আবু তালেবের ছেলে মো.আব্বাস (২৫)। এদের মধ্যে গুরুতর আহত জিয়াবুল করিমকে চমেক হাসপাতালে প্রেরন করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, একটি সিএনজি অটোরিক্সা যোগে ৫ জন যাত্রী চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ধনিয়াকাটা বটতলী বাজারে অদুরবর্তী স্থানে এবিসি আδলিক মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশর্^বর্তী পুকুরে পড়ে যায়। এসময় ৫ জন যাত্রী আহত হয়েছেন। অপর ১জন আহত যাত্রীর নাম পাওয়া যায়নি।

পাঠকের মতামত: