ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় লবন বোঝাই ট্রাক খাদে

FB_IMG_1469004023296পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় লবন বোঝাই ট্রাক উল্টে পাশ্ববর্তী সড়কের খাদে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে প্রায় ৫শ মন লবন পানিতে মিশে গেছে। এতে লবন ব্যাবসায়ীর প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে  আজ  বুধবার (২০জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে ওইদিন দুপুরে মগনামা কাজি মার্কেট পয়েন্ট থেকে লবন বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম জেলার পটিয়ায় যাচ্ছিল। মগনামা-বরইতলি সড়কের মগনামা বাজারপাড়া পয়েন্টে পৌঁছলে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার খাদে পড়ে যায়। লবন ব্যবসায়ী তোফাইল আহমদ জানায় লবন নিয়ে পটিয়া যাচ্ছিলাম। সড়ক ধেবে যাওয়ায় ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ৫শ মন লবন ছিল। সব লবন পানিতে মিশে গেছে।

###############

উজানটিয়ায় আ’লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা

পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় উজানটিয়ায় আ’লীগের উদ্যেগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার (২০জুলাই) পশ্চিম উজানটিয়া ইফাদ সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে ওই সভায় তৃনমুল পর্যায়ের আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা মিলিত হয়েছে। সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠিত হচ্ছে আ’লীগের উদ্যেগে। এর অংশ হিসেবে উপজেলার উজানটিয়া ইউনিয়ন আ’লীগ এ জরুরী সভা আহবান করেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,তোফাজ্জল করিম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় ইউনিয়ন, ওয়ার্ড় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তরা বলেন জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুলে উজানটিয়া ইউনিয়ন আ’লীগ মাঠে থাকবে। জনগনের জান মালের নিরাপত্তার জন্য জননেত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কোন অপশক্তিকে ভয় পাইনি। আমরা রাজপথে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকব। জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে আ’লীগের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেনীর পেশার লোকজনকে সম্পৃক্ত করে যার যার অবস্থান থেকে এলাকায় প্রচার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়েছে সভা থেকে। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান শাহ জামালের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা জিয়াবুল হক জিকু, সিরাজুল মোস্তফা মেম্বার, ইউনিয়ন আ’লীগ নেতা আলী আকবর, মাষ্টার মুফিজুর রহমান, নাছির উদ্দিন, যুবলীগ নেতা সাংবাদিক জালাল উদ্দিন, মিজবাহ উদ্দিন, প্রজন্মলীগ নেতা কাইয়ুম রেজা, ছাত্রলীগ নেতা ইয়াছিন, রাশেদুল ইসলাম টিপু, জয়নাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গনি মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিউদ্দিন, আ’লীগ নেতা আবু তৈয়ব, হাবিবুর রহমান, জিয়াবুল হক মেম্বার, আশেক ইলাহি, শরিয়ত উল্লাহ, জামাল মেম্বার, ছাবের আহমদ, হেলাল উদ্দিন বল্লা, আব্দুল গফুর, শিহাব উদ্দিন, ছৈয়দ আহমদ, আক্তার আহমদ, আবুল কাসেম, মো.করিম, শওকত, আহসান হাবিব মেম্বার প্রমুখ। এদিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ গঠনের জন্য ওই ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ড় আ’লীগ নেতৃবৃন্দ ৫১সদস্য বিশিষ্ট কমিটি হাউজে উপস্থাপন করেন। সর্ব সম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড় সন্ত্রাস প্রতিরোধ কমিটি ওই দিন অনুমোদন দেয়া হয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন আ’লীগ সভাপতি এম.তোফাজ্জল করিম জানায় কমিটি গঠনে স্বচ্ছতা বজায় রাখতে ওইদিন ইউনিয়ন আ’লীগ জরুরী সভা আহবান করেছে।

পাঠকের মতামত: