ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় যুবলীগের কার্যালয় উদ্বোধন

20170428_181438পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন যুবলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সবুজ বাজারে যুবলীগের অফিস উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ অনুষ্টিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খান রাজুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো.ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.বারেক। বিশেষ অতিথি ছিলেন রাজাখালী ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম আযাদ, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ছেনুয়ারা বেগম এমইউপি। বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আছাদুল হক চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ হাসেম, সহ-সম্পাদক আব্দুল করিম, সদস্য হোছাইন মুহাম্মদ বাদশাহ, যুবলীগ নেতা শাহ জাহান, মো.বাদশাহ ও ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ। এ সময় আ’লীগ, যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ওইদিন ফিতা কেটে যুবলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। যুবলীগের সাধারন সম্পাদক মো.বারেক ফিতা কেটে কার্যালয়টি আনুষ্টানিক উদ্বোধন করেছেন।

###########

পেকুয়ায় ছাত্রলীগ নেতার পিতাকে কুপিয়ে জখম, মামলা

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন মিয়াজির পিতা মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পেকুয়া থানায় গতকাল শুক্রবার ৯জনের বিরুদ্ধে একটি মামলা রের্কড় করা হয়েছে। ২৭এপ্রিল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আহত মোস্তাফিজুর রহমান (৬৫) ছিরাদিয়া এলাকার মৃত.গোলাম নবীর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করে। মামলা সুত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যায় ছিরাদিয়াস্থ মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন মৎস্য ঘের থেকে একই এলাকার আলী আকবর প্রকাশ মিয়া, নেছার উদ্দিন, নুরুমিয়া, জাফর আলম, আলী আহমদসহ ৮-১০জনের দুর্বৃত্তরা মাছ লুট করছিলেন। এ সময় ছাত্রলীগ নেতার পিতা তাদেরকে বারন করে। এনিয়ে তারা উত্তেজিত হন। এক পর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো কিরিচ দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। এ ব্যাপারে বাদি উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি বেলাল উদ্দিন মিয়াজি জানায় তারা অস্ত্রধারী ও সন্ত্রাসী। ওইদিন আমাদের ঘের থেকে মাছ লুট করতে আসে। তারা আমার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘের থেকে প্রায় চল্লিশ হাজার টাকার মাছ নিয়ে যায়। তারা সবাই দাগি আসামি। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জহির উদ্দিন জানায় মামলা রেকর্ড় হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: