ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় মনোনয়ন না দেয়ায় কলা গাছ রোপন করে বিক্ষোভ

up-electionপেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় সড়কে কলাগাছ রোপন করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষনা নিয়ে উপজেলার টৈটং ইউনিয়নে বিএনপির কর্মী সমর্থকরা বিভক্ত হয়ে পড়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টৈটংয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদকে। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জেড.এম মোসলেম উদ্দিন এবারও টৈটংয়ের বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন। দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা ইউপি নির্বাচনে মোসলেম উদ্দিনের মনোনয়ন এক প্রকার নিশ্চিত মনে করছিলেন। দল বিএনপিও তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারে রেখেছিলেন। গত শুক্রবার পেকুয়ার ৭ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করে। টৈটং ইউনিয়নে মোসলেম উদ্দিনকে বাদ দিয়ে তার স্থলে প্রার্থী ঘোষনা করেছেন রমিজ উদ্দিন আহমদকে। এদিকে মোসলেম উদ্দিন দলীয় প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার সংবাদ এলাকায় পৌঁছলে এর প্রতিবাদে টৈটংয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল সন্ধ্যায় টৈটং ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে। তারা চরম ক্ষুদ্ধ হয়ে ঘোষিত ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় মোসলেম উদ্দিনের পক্ষে বিক্ষুদ্ধ সমর্থকরা ধানের শীষ মানিনা রমিজ উদ্দিন আহমদকে বিএনপি প্রার্থী থেকে প্রত্যাহারের দাবি করেন। এক পর্যায়ে কর্মী সমর্থকরা সড়কের একাধিক পয়েন্টে কলা গাছ রোপন করে বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল সন্ধ্যায় টৈটং বাজার থেকে মোসলেম উদ্দিন চেয়ারম্যানের সমর্থনে প্রায় ৮শতাধিক সমর্থক মিছিল নিয়ে এবিসি সড়ক হয়ে ধনিয়াকাটা বটতলীবাজার পর্যন্ত প্রদক্ষিন করে। জানাগেছে, টৈটং ইউপির চেয়ারম্যান জেড.এম মোসলেম উদ্দিন কারান্তরীন হয়েছেন। আ.লীগ নেতা ফরাজী হত্যা মামলায় তিনি আসামী হয়েছেন। ওই মামলায় তাকে আদালত জেলে প্রেরন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত টৈটংয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যহত আছে।

পাঠকের মতামত: