ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পোল্ট্রি ফার্মে হামলা ও লুটপাট সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক আজাদী পত্রিকাProtibadয় গত ১৮ জুলাই পেকুয়ায় পোল্ট্রি ফার্মে হামলা লুটপাট আহত ৪ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিন্মস্বাক্ষরকারীর দৃষ্ঠি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও  নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, গত ১৫ জুলাই আমার মাছ চাষ করা পুকুরের পাশ্ববর্তী ছৈয়দ নুর’এর মালিকানাধীন পোল্ট্রি ফার্ম থেকে পূর্ব পরিকল্পিত ভাবে মুরগীর বৃষ্টার সাথে বিষ মিশিয়ে পুকুরে ফেলে প্রায় লক্ষ্যাধিক টাকার মাছ মেরে ব্যপক ক্ষতিসাধন করে। এর প্রতিবাদ করায় ছৈয়দ নুর ও তার লোকজন আমার উপর হামলা চালিয়ে দারালো অস্ত্রদিয়ে কুপিয়ে  মাথায় গুরুতর আঘাত করে। এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পেকুয়া ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা কালে ছৈয়দ নুর স্থানীয় সাংবাদিকদেরকে মিথ্যা তথ্যদিয়ে উল্টো আমার বিরুদ্ধে সংবাদপত্রে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রকাশিত সংবাদে পোল্ট্রি ফার্মে হামলা করার কথা বলা হলেও তা আদৌ সত্য নয়। সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন করার কু-মানসে তারা পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে যাচ্ছে। তাই আমি উক্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: পারভেজ
পিতা: নুরুল আবছার
আলিচাঁন মাতব্বর পাড়া,
শিলখালী, পেকুয়া, কক্সবাজার।

পাঠকের মতামত: