ঢাকা,বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ার কুখ্যাত ডাকাত সর্দার গিয়াইস্যা গ্রেফতার: এলাকায় মিষ্টি বিতরণ

ddddddমুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়া উপকূলের কুখ্যাত ডাকাত সর্দার গিয়াস উদ্দিন ওরফে গিয়াইস্যা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। তাকে গ্রেফতার করায় এলাকায় মিষ্টি বিতরণ চলছে। সেই সাথে স্থানীয়রা পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়াকেও সাধুবাদ জানিয়েছেন। গ্রেফতার কৃত ডাকাত গিয়াইস্যা বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামের নুর নবীর পুত্র বলে জানা গেছে।

পেকুয়া থানা পুলিশ জানায়, পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূইয়া এর নেতৃত্বে এসআই মোঃ শফিকুর রহমান, এসআই মোঃ শাহেদুল্লাহ, এএসআই নাজির হোসেন সঙ্গীয় ফোর্স সহ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দ্রব্য উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় পরিচালিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২০ ফেব্রে“য়ারী গভীর রাতে বারবাকিয়া ইউনিয়নের আন্নর আলী পাড়া থেকে থেকে কুখ্যাত ডাকাত সর্দার গিয়াইস্যাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে পুলিশ, ২০ ফেব্রে“য়ারী রাত ০১.০০ ঘটিকায় বারবাকিয়াস্থ আন্নর আলী মাতবর জনৈক আব্দুস শুক্কুরের বসত ভিটার পশ্চিম পাশে ম্যালেরিয়ার গাছের নিচে পুরাতন পরিত্যাক্ত খড়ের গাদার মধ্যে থেকে একটি দেশিয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়। এসময় বন্দুকের সাথে ১২বোর তাজা কার্তুজও উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ বাদী হয়ে পেকুয়া থানায় ধৃত ডাকাতের বিরুদ্ধে১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা রুজু করেন। যার পেকুয়া থানার মামলা নং- ০৮।

পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে পেকুয়া থানার মামলা নং- ৮, তাং- ১০/০১/২০১৩, জিআর- ০৮/১৩, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ। পেকুয়া থানার মামলা নং- ৯, তাং- ১০/০১/২০১৩, জিআর- ০৯/১৩, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/ ১৯ (চ)। পেকুয়া থানার মামলা নং- ১০, তাং- ১০/০১/২০১৩, জিআর- ১০/১৩, ধারা- ৩৩৩/ ৩৩২/ ৩৫৩/ ৩০৭/ ৩৪ দঃ বিঃ, ০৪। পেকুয়া থানার মামলা নং- ০৩, তাং- ১৭/০৬/২০০৫, জিআর- ০৩/০৫, ধারা- ৩৯৫/ ৩৯৭ দঃ বিঃ। ০৫। পতেঙ্গা থানার মামলা নং- ১৩(৩)০৯, জিআর ১২৯/০৯, ধারা- ৩৮২/ ৪১১সহ বহু মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পাঠকের মতামত: